বয় ভার্সেস গার্ল কোনো ইসলামি আলোচনার বই নয়, তবে ঈমানি চেতনাকে উদ্দীপিত করার উপাদান এতে যথেষ্ট পরিমাণে বিদ্যমান আছে। ফারাজ ও ফারহানা নামের জমজ কিশোর-কিশোরী ভাইবোনের আবেগঘন দৈনন্দিন ঘটনাকে আশ্রয় করে কাহিনী এগিয়ে গেছে একটা ইতিবাচক পরিসমাপ্তির দিকে।
রিভার্টেড মুসলিম হয়েও নাঈমা বি রবার্ট মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সুক্ষ্ম রোগ এবং তার প্রতিকার তা গভীর মমতায় অনুভব করতে পেরেছেন, তা আমার কাছে সত্যিই বিস্ময়কর।
| Title | বয় vs গার্ল |
| Author | নাঈমা বি রবার্ট |
| Publisher | মহীয়সী পাবলিকেশন্স |
| Edition | 1st Published, 2021 |
| Number of Pages | 175 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
